|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- সমগ্র বিশ্বে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের মধ্যে পালন করা রমজান বা রোজা।রমজান মাসের শেষে বা রোজার শেষে অনুষ্ঠিত হয় ঈদ। আর দুইদিন পরেই বিভিন্ন স্থানের পাশাপাশি জেলা জুড়ে ও পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর পালনকালে এলাকায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় , সেই লক্ষ্যে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে রাজনগর থানায় আজ একটি শান্তি বৈঠক আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম সেখ ফিরোজ হোসেন, রাজনগর থানার ওসি দেবাশিস পন্ডিত, রাজনগর থানার এএসআই দীপক কুমার রায় , রাহে ইসলাম কমিটি, শান্তি কমিটি ও ব্যবসায়ী সমিতির কর্ম কর্তাগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।