|
---|
নিজস্ব সংবাদদাতা :জেলা পুলিশের তরফে আসন্ন ঈদ উপলক্ষে রাজনগর থানায় এলাকার বিশিষ্টজনদের নিয়ে শান্তি বৈঠক আয়োজিত হল, উপস্থিত DSP (ক্রাইম)
আর দুইদিন পরেই বিভিন্ন স্থানে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর পালনকালে এলাকায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় , সেই লক্ষ্যে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে রাজনগর থানায় আজ এই শান্তি বৈঠক আয়োজিত হলো।
উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, রাজনগর থানার ওসি দেবাশিস পন্ডিত রাজনগর থানার ASI দীপক কুমার রায় , রাহে ইসলাম কমিটি, শান্তি কমিটি ও ব্যবসায়ী সমিতির কর্ম কর্তাগণ সহ অন্যান্যরা।
( খান আরশাদ _রাজনগর, বীরভূম)