|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- বাঙ্গালির প্রাণের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পঞ্চমি থেকে পুজোর আনন্দে মত্ত ছিল সকলে।নবমীর রাত থেকেই ভারাক্রান্ত মন সকলের। দশমির সকাল থেকেই পুজো মণ্ডপে মন্ডে দশমির পুজো হয়,পুজো শেষে দেবী বরন ও সিঁদুর খেলায় মাতে মহিলারা। কিছুটা মনখারাপ হলেও সকাল থেকেই বিভিন্ন পুজো মন্ডপে পুরুষ ও মহিলারা মাতলেন সিঁদুর খেলা,মিষ্টি মুখ করা ও শুভেচ্ছা বিনিময়ে। সম্প্রীতির আজ সন্ধায় এমনি ছবি দেখা গেল ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সরিষা আশ্রম মোড় আমরা সবাই পুজো কমিটির পক্ষ থেকে শুভ বিজয়া দশমী উপলক্ষে পথ চলতি সকলকে শুভ বিজয়া জানিয়ে মিষ্টিমুখ থেকে শুভেচ্ছা বিনিময় মাতলেন সকলে।উপস্তিত ছিলেন ২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,সরিষা আশ্রম মোড় আমরা সবাই দুর্গোৎসব কমিটির সভাপতি তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক,শমীক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা, পীযুষ কান্তি প্রামাণিক, চয়ন বৈদ্য , মইদুল ইসলাম, বিমলেন্দু বৈদ্য সহ প্রমুখ। পুজোকমিটির সভাপতি শামীম আহমেদ মোল্লা জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুভ বিজয়া জানিয়ে পথচলতি সকলকে মিষ্টিমুখ করানো হয়।আমরা সকলেই পুজোর কটা দিন সকলে একসাথে পুজোর আনন্দে থাকি, ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন দশমিতে মনখারাপ হয় কিন্তু উমাকে তো বিদায় দিতে হবেই।এর মাঝেও একটু ভালো লাগে আগামী বছর আবার আসবে,এভাবেই।