|
---|
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে
রিষড়া ওম্যান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মানবকল্যাণ মূলক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : সারা পৃথিবী জুড়ে মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মাঝে, নিজের জীবনের মাঁয়া ত্যাগ করে মানবতার শ্রেষ্ঠ দানটি করে যাচ্ছেন কিছু মানবতার প্রেমিক ও সংগঠন।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে
রিষড়া ওম্যান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে রিষড়া পাঠাগারে মানবকল্যাণ মূলক অনুষ্ঠান। করোনা ভাইরাসের কারণে মানুষের জীবন বিপন্ন ও অামফানের কারণে যে বিপুল পরিমানে গাছপালার প্রভূত ক্ষয়ক্ষতি হয়।পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে ,সেটাকেই লক্ষ্য করে মানবতার সেবায় নিয়োজিত হয়েছে বেশ কয়েকটি মানবিক সংস্থা।
“আমফান” ঝড়ে বাংলার বহু বৃক্ষ ধূলিসাৎ হয়েছে, ফলে পরিবেশ ভারসাম্যহীন হতে পারে, ভয়ংকর ভারসাম্যহীন পরিবেশ থেকে নিজেদের রক্ষা করতে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা হয়। প্রকৃতির সমতা ফেরাতে তাদের এই উদ্যোগ।
থ্যালাসেমিয়া আক্রান্ত ভাই-বোনগুলোর জন্য, প্রসূতি মায়েদের ডেলিভারির জন্য, কিংবা ক্যান্সার পেশেন্টদের ভালো থাকার জন্য সবসময় রক্তের যোগান বজায় রাখতেই হচ্ছে। আর তাই রক্তদান শিবির থামছে না, কখনও থামবে ও না।
চারদিকে লকডাউনের আবহ,করোনার আতঙ্ক। কিন্তু তাই বলে জীবন যাপন তো থেমে থাকে না, সময় ও নয়। আর তাই ব্যস্ত সমস্ত দিনগুলোতেও বাড়তে থাকে মানুষের অসুস্থতা। শুরু হয়ে যায় ব্লাড ব্যাংক গুলিতে রক্তের আকাল আর তাই এই কারণেই তারা রক্ত দান শিবিরগুলোর আয়োজন করি বলে জানান।
এই মহান কর্মসূচির নেতৃত্ব দেন
রিষড়া ওম্যান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
হাজারো ভয়কে জয় করে চলা মানবতা আন্দোলনের দূর্বার সৈনিকদের উৎসাহ প্রদান করার জন্য বেশ কিছু সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তাদের আমন্ত্রিত অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছিল।
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার ও ক্রাইম কন্ট্রোল রাষ্ট্রীয় মহাসচিব অরুপ মূখ্যাজী।তিনি বলেন,”বিশ্বের এই কঠিনতম পরিস্থিতিতে আজকের দিনটির গুরুত্ব অনেক বেশি।কিন্তু মনে রাখবেন কাজটি একদিনের নয় প্রতিদিনের। প্রকৃতি আছে বলেই আমার আছি,তার প্রমানও আমরা প্রতিনিয়ত পাচ্ছি। তাই কাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকলের প্রতি—প্রকৃতিকে রক্ষা করুন, মানব সভ্যতাকে বাঁচতে সহযোগিতা করুন।”
ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের কর্নধার মুফতি গোলাম হাবিব জানান,
“একজন ব্যক্তির প্রয়োজনে রক্ত দেয়া একটি মহৎ কাজ। সচেতনতার অভাবে এবং কিছু ভুল ধারণার কারণে আমরা অনেকেই রক্তদানের মতো মহৎ কাজ এবং দুর্লভ সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করছি প্রতিনিয়ত। অথচ সুস্থ্য প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আমরা প্রতি ১২০ দিন পর কোন রকম শারীরিক ক্ষতি ছাড়াই রক্ত দিয়ে একজন মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারি। নিয়মিত ব্যবধানে ভেঙ্গে যাওয়া রক্তকণিকা আমাদের শরীরে কোন কাজে আসে না অথচ এই রক্ত অন্যকে দিলে তার জন্য তা হতে পারে অমূল্য।”
রিষড়ার কাউন্সিলর শ্রী অভিজিৎ রায় বলেন,”বিশ্ব পরিবেশ দিবসে আমাদের শপথ নিতে হবে অকারনে গাছপালা কেটে ফেলবো না। সমাজে এই বার্তা ছড়িয়ে দিতে হবে।”
বিশিষ্ট সমাজসেবী ইমাম উদ্দিন মোল্লা বলেন, “আজকের দিনটি রক্ত দান উৎসবের আমেজ বিরাজ করেছে। এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
এছাড়াও ফাউন্ডেশনের সহযোদ্ধা হিসেবে
তরুণ, বিকাশ, সাগর পাল, বুবাই,
লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্যরা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রিষড়া ওম্যান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্নধার শ্রী তপন শিকদার।
ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদন প্রকৃতিকে রক্ষা করুন, মানব সভ্যতাকে বাঁচতে সহযোগিতা করুন।