একই দিনে বন্ধ করা হলো পৃথক দুই দুই নাবালিকা কন্যার বিয়ে

একই দিনে বন্ধ করা হলো পৃথক দুই দুই নাবালিকা কন্যার বিয়ে।

    একই দিনে দুই নাবালিকা কন্যার বিয়ে বন্ধ করলো প্রশাসন। সোমবার ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও চাইল্ড লাইন বোলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে সিয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় পরপর দুটি নাবালিকা কন্যার বিয়ে বন্ধ করলো। ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, চাইল্ড লাইনের টোল ফ্রী নাম্বার ১৯০৮ মারথৎ খবর আসে বোলপুর থানা এলাকায় দুটি মাইনর গার্লের বিয়ের আয়োজন করা হচ্ছে। একটি বিয়ে বুধবার হবার কথা আরেকটি বিয়ে দিন কয়েক পর। ঐ দুই কিশোরীই সিয়ান ইউসুফ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী । তবে, তারা এখন স্কুলছুট। স্কুলে যায় না। পরিবারের তরফে দুই কন্যারই বিয়ে ঠিক করা হয়। পৃথক পৃথক পরিবারের সদস্যদের বোঝানো হয় নাবালিকা কন্যার বিয়ের কুফল। দুই পরিবারের কাছে লিখিত মুচেলকা নেওয়া হয় ১৮ বছর না হলে তাদের মেয়ের বিয়ে দেবেন না এই মর্মে। একটি নাবালিকা কন্যার বিয়ে ঠিক হয় পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানা এলাকায়। পণ বাবদ কুড়ি হাজার টাকাও দেওয়া হয়েছে বলে জানানো হয় পরিবারের তরফে। ১৮ বছর বয়স হবার পর বিয়ে দেবে। এদিন ঐ দুই নাবালিকার বিয়ে বন্ধ করতে যান ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ ও চাইল্ড লাইনের মধুমিতা হাজরা। ঐ দুই ছাত্রী যেন স্কুলে যায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় ও সরকারী স্কীমগুলির সুবিধা ভোগ করেন সেই বিষয়ে বোঝানোও হয়।

    Sent from Fast notepad