|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সম্মানীয় সি এম ও এইচ জয়েন্ত কুমার শুকুল স্যার এর তত্ত্বাবধানে। রাজ্য সরকারের উদ্যোগে এদিন ২৩৬ জনকে এবছর ২০২৩ শে পবিত্র হজ্জ্ব যাত্রীদের জন্য বিশেষ ভাবে ভ্যাকসিন ক্যাম্প শিবিরের আয়োজন করা হয়। ডায়মন্ড হারবার গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে অডিটোরিয়াম এ। এদিন উপস্থিত ছিলেন সি,এম,ও,এইচ জোয়েন্ত কুমার সুকুল,ডেপুটি সি,এম,ও,এইচ সোনালী দাস,ডায়মন্ড হারবার সাস্থ্য জেলার কভিড যোদ্ধা ও বুক অব রেকর্ডস প্রাপ্ত ডাক্তার আকবর হোসেন সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।