আবারও বাঘের আক্রান্তে মৃত্যু হল ৩২ বছরের তরতাজা যুবক অতুল বৈদ্যর

আবারও বাঘের আক্রান্তে মৃত্যু হল ৩২ বছরের তরতাজা যুবক অতুল বৈদ্যর

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, কুলতলি : আবারও বাঘের আক্রান্তে মৃত্যু হল ৩২ বছরের তরতাজা যুবক অতুল বৈদ্যর। পিতা – হরিপদ বৈদ্য -কাঁটামারি দেবিপুর কুলতলি স্ত্রী ও দুই ছেলে-মেয়ে বর্তমান।

     

    স্ত্রী-সন্তানদের মুখে অন্ন যোগাতে জীবিকার টানে ঝুঁকি নিতে তাঁরা বাধ্য হন! এইভাবে দুই হাজার একুশে এই নিয়ে এই মাসের মধ্যে দুই জনের মৃত্যু তাও কুলতলির পরপর দুই জন। গত ইংরেজি ছয় ফ্রেবুয়ারী কুলতলি বিট অফিস থেকে কাঁকড়া ধরার পারমিশন নিয়ে তিন বন্ধু বেনিফিলের জঙ্গলে কাঁকড়া ধরতে যায় । গত কাল বিকালে হটাৎ মাঘ মামা নৌকায় অতুল বৈদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে ওকে নিয়ে গভীর জঞ্জলে চলে যায় । সঙ্গে থাকা শ্যামল ও প্রভাষ অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় । বিষয় টি কুলতলি বিট অফিসে জানালে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।

     

    বছর বছর সুন্দরবনের ভূমি পুত্রদের মৃত্যু মিছিল চলছে তো চলছেই! এরপর ও সব রকম সরকারি সাহায্য থেকে তাঁদের পরিবার বহু যোজন দূরে থাকেন।

     

    প্রত্যক্ষদর্শী দের বয়ানে উঠে এল আমরা কাঁকড়া ধরে নৌকায় বসার মূহুর্তে বাঘ মামা ঝাঁপিয়ে পড়ে। এই দুর্ঘটনা নিয়ে স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রধান নিখিল বৈদ্য ও দঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য গনেশ মণ্ডল বলেন আমরা মৃতার পরিবারের পাশে থাকার আশ্বাস ।। আতঙ্কে থাকা নৌকার মাঝি এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি ।