|
---|
নিজস্ব সংবাদদাতা : এখনও তিনদিনের ধাক্কা কাটেনি। তারইমধ্যে আবারও দু’দিন হাওড়া-বর্ধমান শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেগুলি মেন লাইনে হাওড়া-মেমারি-হাওড়া এবং কর্ড লাইনে হাওড়া-মসাগ্রাম-হাওড়ার মধ্যে চলবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে বিপরীতমুখী লাইন ব্যবহার না করা যাওয়ায় এবং নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজের পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার (১৭ সেপ্টেম্বর) এবং রবিবার (১৮ সেপ্টেম্বর) একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। সেইসঙ্গে কোন কোন ট্রেন মেমারি এবং মসাগ্রাম পর্যন্ত যাবে, তার পুরো তালিকা দেখুন –
বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেন
মেন লাইনে বাতিল ট্রেন: ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২,৩৭৮৪৪ (SAE), ৩৭৮৪৬ (SAO) এবং ৩৭৭৮৪ (SUE)।
কর্ড লাইনে বাতিল ট্রেন: ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৬৮৪৪, ৩৬৮৪৬ এবং ৩৬৮৫৪।
মেন লাইনে কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে (মেমারি পর্যন্ত যাবে)?
সকাল ১০ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ৩৭৮২৫ আপ ট্রেন। মেমারিতে পৌঁছাবে সকাল ১১ টা ৫২ মিনিটে।
৩৭৮২৭ আপ ট্রেন সকাল ১১ টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। দুপুর ১ টা ৭ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
বেলা ১২ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ৩৭৮২৯ আপ ট্রেন। মেমারিতে পৌঁছাবে দুপুর ২ টো ১৩ মিনিটে।
৩৭৮৩১ আপ ট্রেন দুপুর ২ টো ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। বিকেল ৪ টে ৩ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
দুপুর ২ টো ৫২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ৩৭৮৩৩ আপ ট্রেন (SAO)। মেমারিতে পৌঁছাবে বিকেল ৪ টে ৩৭ মিনিটে।
৩৭৮৩৫ আপ ট্রেন (SAE) দুপুর ২ টো ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। বিকেল ৪ টে ৩৭ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
দুপুর ৩ টে ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ৩৭৮৩৭ আপ ট্রেন। মেমারিতে পৌঁছাবে বিকেল ৫ টা ৮ মিনিটে।
ডাউন মেমারি-হাওড়া স্পেশাল ট্রেন (মেন লাইন)
বেলা ১২ টা ৫ মিনিট।
দুপুর ১ টা ২০ মিনিট।
দুপুর ২ টো ২৫ মিনিট।
বিকেল ৪ টে ২০ মিনিট।
বিকেল ৪ টে ৫০ মিনিট।
বিকেল ৪ টে ৫০ মিনিট।
বিকেল ৫ টা ২০ মিনিট।
কর্ড লাইনে কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে (মসাগ্রাম পর্যন্ত)?
৩৬৮২১: সকাল ৯ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে পৌঁছাবে সকাল ১১ টা ১৫ মিনিটে।
৩৬৮২৩: হাওড়া থেকে ছাড়বে সকাল ১০ টা ১৫ মিনিটে। সকাল ১১ টা ৪৫ মিনিটে মসাগ্রামে পৌঁছাবে।
৩৬৮২৫: সকাল ১১ টা ২২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে পৌঁছাবে দুপুর ১ টা ৮ মিনিটে।
৩৬৮২৭: হাওড়া থেকে ছাড়বে বেলা ১২ টা ৫ মিনিটে। দুপুর ১ টা ৩৫ মিনিটে মসাগ্রামে পৌঁছাবে।
৩৬৮২৯: দুপুর ১ টা ৩২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে পৌঁছাবে দুপুর ৩ টে ১১ মিনিটে।
৩৬৮৩১: হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টো ৪৫ মিনিটে। বিকেল ৪ টে ১৫ মিনিটে মসাগ্রামে পৌঁছাবে।
৩৬৮৩৩: দুপুর ৩ টে ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে পৌঁছাবে বিকেল ৫ টা ৮ মিনিটে।
ডাউন মসাগ্রাম-হাওড়া স্পেশাল ট্রেন (কর্ড লাইন)
সকাল ১১ টা ২৫ মিনিট।
সকাল ১১ টা ৫৫ মিনিট।
দুপুর ১ টা ২০ মিনিট।
দুপুর ১ টা ৪৫ মিনিট।
দুপুর ৩ টে ২৫ মিনিট।
বিকেল ৪ টে ২৫ মিনিট।
বিকেল ৫ টা ২০ মিনিট।