|
---|
নিজস্ব সংবাদদাতা: একই মঞ্চে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেব । রবিবার ফের একবার সম্প্রীতির রাজনীতি দেখাল শিলিগুড়ি । রবিবার শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের তরুণ তীর্থ ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো ছিল । সেখানেই একই মঞ্চে দেখা গেল শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্যদের ।
যদিও একই মঞ্চে সবাইকে দেখা গেলেও পরস্পরের সঙ্গে কথা কেউ বলেননি । পাশাপাশি থেকেও যেন কিছুটা দূরে দূরেই থেকেছেন তারা । এদিন গৌতম দেব জানান , ক্লাবের তরফে তাকে আমন্ত্রণ জানান হয়েছিল তাই তিনি এসেছেন । রাজনৈতিক মতবাদ ভুলে উৎসবে সামিল হওয়াটাই বড় ।অন্যদিকে শঙ্কর ঘোষ জানালেন রাজনীতির মতভেদ থাকতেই পারে কিন্তুু সৌজন্যবোধ দরকার। তাই আজ আমরা একই মঞ্চে।