|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : গোপন সূত্রে খবর পেয়ে কাল সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার ঘুটিয়ারি পুলিশ ফাঁড়ির আচমকা হানা। মাখালতলা এলাকা থেকে আনুমানিক এক লক্ষ টাকা মূল্যের চরস ও আড়াই লক্ষ টাকা মূল্য গাজা সহ ধৃত এক পাচারকারী। গতকাল সন্ধ্যা সাত ঘটিকায় এস আই ফারুক রহমান জীবনতলা থানার অধিনে ওসি ঘুটিয়ারী শরীফ, জীবনতলা থানার অধীন মাখালতলা কাঠপোলে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে তার সুবাদে ১৪২ গ্রাম চরস ও ২৫ কেজি গাঁজা উদ্ধারের সাথে সেখ আলম(৬৫) নামের এক ব্যক্তিকে ঘুটিয়ারী শরীফ এলাকার দেওয়ানপাড়া থেকে গ্রেফতার করে। তদন্ত নুসারে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এনডিপিএস নিষিদ্ধ পণ্যগুলি বাজেয়াপ্ত করেন। এসআই ফারুক রহমানের স্ব-মোটো অভিযোগের ভিত্তিতে আসামিকে এসিডি পুলিশ রিমান্ডে নেওয়া হবে এমনি জানা গেছে। বাজেয়াপ্ত চরস ও গাঁজার আনুমানিক মূল্য যথাক্রমে এক লাখ ও আড়াই লাখ টাকার মতো।