|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
কুলতলী থানার তৎপরতায়, ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া কুলতলী থানার পুলিশ, জামির কাজী, আশরাফ সেখ, মুন্না ঘটি হারানিয়া থেকে নলগোঁরা যাবার রাস্তার পাশে ডাকাতি করার উদ্দেশ্যে জড় হয়। এই খবর পৌঁছায় কুলতলী থানায়, সাথে সাথে কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে মেলে লং ব্যারেল পাইপগান, দুইটি কারতুজ, চপার একটি, এপ্যাচি মোটরসাইকেল। তাদেরকে আজ বারুইপুর কোর্টে তোলা হলে মহামান্য আদালত তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই মুহুর্তে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিশেষ অপারেশন চলছে বলে জানাগেছে।