আবারও বিরোধী দলের গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূল কংগ্রেসের

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : দীর্ঘ ৪৪ বছর পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত, (এস ইউ সি আই) পরিচালিত গ্রাম পঞ্চায়েত আজ তৃণমূল কংগ্রেস দখল করল । এই দখলকে কেন্দ্র করে ব্যাপক মানুষের উত্তেজনা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ যেখানে করোনা বিধিকে উপেক্ষা করে হাজার খানেক মানুষ জমায়েতে হয়েছিল।

    ১৫-৮ এর ব্যবধানে পূরবী বর প্রধান নির্বাচিত হন ও মঞ্জুরানী মণ্ডল উপপ্রধান পদে নির্বাচিত হন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে শামিল হতে কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল এর নির্দেশে অঞ্চল সভাপতি পিন্টু মণ্ডল ও জাকির মণ্ডলের অক্লান্ত পরিশ্রমে তৃনমূল কংগ্রেসের তত্ত্বাবধানে এই অঞ্চল তৃণমূল কংগ্রেস দখল করল ।