|
---|
নিজস্ব প্রতিবেদক:- মাওবাদীদের নামে পোস্টার (Poster) দেওয়ার অভিযোগ। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ঘোলা (Ghola) থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাঁকুড়ার (Bankura) বারিকুল থানার পুলিশ (Barikul Police Station)। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে বীরভূম (Birbhum) থেকে গ্রেফতার হওয়া দু’জনের সঙ্গে ধৃতের যোগ ছিল।কখনও পুলিশ ফাঁড়িতে হামলার হুমকি দিয়ে পোস্টার। কখনও আবার পোস্টারে তৃণমূল নেতাদের শাসানি। বাঁকুড়ার বারিকুল থেকে ঝাড়গ্রামের বিনপুর। জঙ্গলমহলে একের পর এক মাওবাদীদের নামে দেওয়া পোস্টারের ঘটনায় জারি ধরপাকড়। ২২০ কিলোমিটার দূরের উত্তর ২৪ পরগনার ঘোলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার ঘোলা থেকে গ্রেফতার হওয়া, সঞ্জীব মজুমদার সিপিআই মাওবাদীর সক্রিয় সদস্য।কীভাবে তাঁর খোঁজ পেলেন তদন্তকারী অফিসাররা? পুলিশ সূত্রে খবর, গত ২৭ জানুয়ারি, বারিকুলে মাওবাদী সন্দেহে শিবু মুর্মু-সহ ২ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জেরা করেই সপ্তাহ দুয়েক আগে, বীরভূম থেকে মোস্তাফা কামাল ও অর্কদীপ গোস্বামীকে গ্রেফতার করা হয়। ধৃতদের সঙ্গে সঞ্জীবের যোগাযোগ ছিল বলে পুলিশ সূত্রে খবর। কিছুদিন আগে বারিকুল থানা এলাকায় তিনি বৈঠকও করেন। ধৃতের কাছ থেকে বেশ কিছু বই ও মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। পোস্টারকাণ্ডে ধৃতকে মঙ্গলবার খাতড়া মহকুমা আদালতে তোলা হলে, সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মাওবাদী সন্দেহে ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও ষড়যন্ত্রের একাধিক ধারায় মামলা হয়েছে। সরকারি আইনজীবী সন্দীপ চক্রবর্তী বলেন, “তিনি সিপিআই মাওবাদীর সক্রিয় সদস্য। এর আগে মেদিনীপুর ও একাধিক জায়গায় অভিযোগ আছে। যে কেসে ওঁকে আনা হয়েছে, ওই কেসের তদন্ত করতে গিয়ে ওর যোগ পাওয়া যায়।’’ ধৃতকে হেফাজতে নিয়ে মাওবাদী গতিবিধি সংক্রান্ত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে বারিকুল থানার পুলিশ