আগামী পাঁচ বছরের মধ্যে আরও দেড় কোটি ছেলে মেয়ের কর্মসংস্থান তৈরি করা হবে: প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন গতি ওয়েব ডেস্ক: রাজ্যে সামনে ২০২১ নির্বাচন, এর মাঝেই গরম রাজ্য রাজিনীতি, এবার কাজের প্রতিশ্রুতি দিলেন মমতা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ আর সাড়ে তিন লক্ষ চাকরি আজ এখানে এই অনুষ্ঠান থেকেই শুরু হল৷ আগামী পাঁচ বছরের মধ্যে আরও দেড় কোটি ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি করা হবে বলেও প্রতিশ্রুতি তাঁর৷ মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যে দেড় কোটি কর্মসংস্থান দেওয়া হয়েছে৷ সারা ভারতে যখন ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে৷ বাংলায় তখন ৪০ শতাংশ দারিদ্রতা কমে গিয়েছে৷ তিনি জানান, এটা রাজ্য সরকারের নয়, ভারত সরকারের রেকর্ড৷ খোঁচা দিয়ে বলেন, যারা এখানে এসে মিথ্যে কথা বলেন, তোতাপাখির বুলি আওড়ান তাঁদের জানা উচিত এটা কাগজে কমলে বাস্তবায়িত৷

    কোভিড পরিস্থিতিতে কত মানুষের কাজ চলে গিয়েছে৷ তার উপর আম্পান৷ এই প্রতিকূল পরিস্থিতিতে সরকারের একটাই উদ্দেশ্য ছিল মানুষের মৃত্যু যাতে না হয়৷ পুলিশ-প্রশাসন, স্থানীয় ক্লাবগুলির সহযোগিতায় কয়েক লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে৷ গাছ পড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ছাড়া আম্পানে আরও কোনও প্রাণহানী ঘটেনি৷ এই চ্যালেঞ্চের মধ্যেও বাংলায় বেকারত্ব কমেছে৷ আর ৭২ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করা হল৷ এখানে ৩ লক্ষ ২৯ হাজার ছেলেমেয়ের চাকরি হবে৷

    এদিন আরও একবার বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, কেন্দ্র কোনও সাহায্য করেনি৷ তা সত্ত্বেও রাজ্য সরকার আম্পানে ভেঙে যাওয়া রাস্তা তৈরি করছে, বাঁধ দিচ্ছে, ঘরবাড়ি সারাই করে দেওয়া হচ্ছে৷ মাঠের পর মাঠ ফসল, পানের বরজ নষ্ট হয়ে গিয়েছিল৷ সেই ক্ষতিপূরণও দেওয়া হয়েছে৷ তিনি বলেন, শিল্প ও কর্মসংস্থানের মধ্যে একটা বিরাট সম্পর্ক আছে৷ পুরুলিয়ার রঘুনাথপুরে নতুন শিল্পনগরী হচ্ছে, জঙ্গলমহলে শিল্পনগরী হচ্ছে সেখানে প্রায় ৬২ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দেওয়া হল।