মিড ডে মিল এবং অঙ্গনওয়রির খাবার নিয়ে একের পর এক অভিযোগ

নিজস্ব সংবাদদাতা:মিড ডে মিল এবং অঙ্গনওয়রির খাবার নিয়ে একের পর এক অভিযোগ আসছে রাজ্যের নানা প্রান্ত থেকে। কোথাও রান্নার সময়ে মিলছে মরা সাপের বাচ্চা, কোথাও আবার কেন্নো পড়ে রয়েছে খাবার। এবার অভিযোগ উঠল, মিড ডে মিলের রান্নায় নুনের বদলে দিয়ে দেওয়া হয়েছে কাপড় কাচার গুঁড়ো সাবান বুধবার কোচবিহারের শীতলকুচি ব্লকের জটামারি এলাকার একটি স্কুলের এই ঘটনায় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী।

    জানা গেছে, জটামারি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে রোজকার মতোই দুপুরে পরিবেশন করা হয় মিড ডে মিল। তবে তা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই অসুস্থ হয়ে পড়তে শুরু করে বেশ কয়েকজন ছাত্রছাত্রী। অভিভাবকদের দাবি, বাড়ি ফেরার পর থেকেই ছেলেমেয়েরা বমি করতে শুরু করে। পেটে ব্যথা হচ্ছে বলে জানায়। গ্রামীণ ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। জানা গেছে খাবার মুখে দিয়েই কিছুক্ষন পর থেকেই ছাত্রছাত্রীরা বমি করতে শুরু করে দেয়। দিদিমনিরা ঠিকই করতে পারছিলেন না কি করবেন তারা।এতগুলি বাচ্চা একবারে বমি করতে শুরু করে দেওয়ায় তারাও আতঙ্কিত হয়ে পড়েন।তারপরে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রের থেকে ডাক্তার নিয়ে আসেন তারা। ডাক্তার পরিক্ষা করেই বাচ্চাদের ভর্তি করাতে বলেন।