|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: সমাজের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করতে বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের অবিনাশপুর হাই স্কুল মাঠে এক দিনের প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।খেলায় অংশ নেয় সিউড়ি দু- নম্বর ব্লকের “সুলতানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ দল তথা ডাক্তারবাবু, ফার্মাসিস্ট সহ স্বাস্থ্যকর্মীরা অন্যদিকে প্রতিদ্বন্দিতায় ছিলেন অবিনাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে পঞ্চায়েত কর্মীবৃন্দ।
শীতের আমেজ ও রৌদ্রজ্জ্বলে জমজমাট এই প্রতিযোগিতায় ব্যাট-বলের লড়াই দেখতে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের মধ্যে বিমল রুজ, লাল্টু সেখ আজকের প্রীতি ক্রিকেট ম্যাচ সম্পর্কে বিস্তারিত জানান।