|
---|
নতুন গতি প্রতিবেদক : হুগলী জেলার ঐতিহ্যমণ্ডিত হরিপাল আশ্রমিক -নাট্যদলের উদ্যোগে ৮ই মার্চ ,রবিবার স্থানীয় হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন-এ অনুষ্ঠিত হলো একদিবসীয় নাট্যকর্মশালা।এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা, নাট্যকার শ্রী গৌতম হালদার।
কর্মশালার বিষয় ছিল -অভিনয় ধরণ,চলন, বাচনভঙ্গী, অঙ্গভঙ্গী, আঙ্গিক ইত্যাদি,।সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত চলে এই কর্মশালা।হরিপাল আশ্রমিক এর সদস্যবৃন্দ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা, এবংবিভিন্ন জেলার সর্বমোট ৪০ জন নাট্যকর্মী এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেন।এদিন অংশগ্রহণকারী দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন হরিপাল আশ্রমিক -এর সভাপতি মাননীয় রঘুনাথ চৌধুরী, সহ-সভাপতি মাননীয় পঙ্কজ কুমার দাস সহ এলাকার বহু গুনীজন।
সম্পাদক শ্রী ভাস্কর দাস জানান- “এই ধরনের নাট্যকর্মশালা আমাদের নাট্যচর্চাকে অনেক বেশী সমৃদ্ধ করবে। আজকের এই কর্মশালায় গৌতম বাবুর মত মহান ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ নাট্যকর্মী দের বড় প্রাপ্তি। গতবছরের মত এই বছর ও আমরা নাটকের বিভিন্ন বিষয় নিয়ে একাধিক কর্মশালার আয়োজন করবো –এই প্রত্যাশা রাখি।”