রাজনগরের আড়ালি গ্রামে একদিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের আড়ালী গ্রামে স্বর্গীয় রুপা সরকার ও স্বর্গীয় রাজেন রাউত স্মৃতি মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হলো রবিবার।
    রাজনগরের আড়ালি পপুলার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আড়ালি গ্রামে একদিনের এই মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়। এই ফুটবল টুর্নামেন্টে চারটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। পাশাপাশি অনূর্ধ্ব ১৫ বনাম ৪০ ঊর্ধ্ব পুরুষ দল ও ২ টি শিশুদের দলের প্রদর্শনী ম্যাচ আয়োজিত হয়।
    বর্তমান যুব সম্প্রদায় ও শিশুরা চরমভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এর কুফল শুধু শিশু ও যুবকদের মন ও শরীরে নয়, বরং পুরো সমাজের উপর এর কুফল লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান যুব সম্প্রদায় ও শিশুরা যাতে মোবাইল ছেড়ে মাঠমুখী হয় সেই লক্ষ্যেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।
    একদিনের এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় লর্ড বুদ্ধ ফুটবল একাডেমি সাঁইথিয়া ১-০ গোলে সৃজা ইন্ডিয়া রাজনগরকে পরাজিত করে বিজয়ী হয়।
    বিজয়ী ও বিজিত টিমকে নগদ অর্থ সহ ট্রফি পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, বেস্ট গোলকিপার প্রভৃতি ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের।
    উদ্যোক্তাদের পক্ষ থেকে কাজী গোলাম আসাদুল্লা রবিবারের এই ফুটবল টুর্নামেন্ট বিষয়ে বিস্তারিত জানান।
    আড়ালি গ্রামের ক্রীড়াপ্রেমী স্বপন সরকার তাঁর প্রয়াত স্ত্রী রুপা সরকারের স্মৃতিতে উইনার্স ট্রফিটি এবং রাজনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা আড়ালি গ্রামের বাসিন্দা রিন্টু রাউত তাঁর প্রয়াত পিতা রাজেন রাউতের স্মৃতিতে রানার্স ট্রফিটি প্রদান করেন।
    উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড় কাজী ফিরোজ, মীর্জা আলেম, আবুল ফজল, আসরফ হোসেন, আব্দুল মকিত , সেখ আবু বক্কর, বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী নিশীথ গড়াই, প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা ক্রীড়াপ্রেমী সেখ মানিক, পঞ্চায়েত সদস্য রিন্টু রাউত, ক্রীড়াপ্রেমী স্বপন সরকার সহ অন্যান্যরা।
    প্রত্যন্ত গ্রামে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট করায় সাধুবাদ জানিয়েছেন এলাকার সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষেরা। এদিন মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।