মহেশতলা উড়ালপুলে দুর্ঘটনা, মৃত ১

কলকাতা: আবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী মহেশতলা উড়ালপুল । শনিবার সকালে গুরুতর দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আরেক ব্যক্তি বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।

    ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শনিবার সকালে দুই বন্ধু দুর্দান্ত গতিতে বাইক করে ওই উড়ালপুল এর উপর দিয়ে যাচ্ছিলেন। উড়ালপুল এর মধ্যে এক জায়গায় গর্ত থাকায় বাইকের সামনের চাকা পড়ে যায় । এরপর বাইক চালক ব্রেক কষলে পিছনে বসে থাকা ব্যক্তি উড়ালপুলের নিচে পড়ে যায়। বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ডওয়াল এ ধাক্কা খায়। উড়ালপুলের নিচে পড়ে যাওয়া ব্যক্তিকে মহেশতলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাইক চালক কে প্রথমে মহেশতলা হাসপাতালে ভর্তি করার পর সেখান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।