বর্ধমান পুরসভা দু নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায় বোমা ফেটে আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক:- বর্ধমান পুরসভা দু নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায় বোমা ফেটে আহত এক ব্যক্তি। বাগান পরিষ্কার করছিলেন অসীম বিশ্বাস, সেই সময় বোমা ফেটে আহত হন তিনি। স্থানীয়রা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এলাকায় আরো বোমা আছে কিনা তার তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো এলাকাটি। যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ঘটনাস্থলে রয়েছেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে যান বম্ব স্কোয়াডের সদস্যরাও। স্থানীয়রা জানান, যে জায়গায় বোমাটি ফেটেছে, বিকেল হলেই এলাকার বাচ্চারা সেখানে খেলতে আসে। সকালের বদলে এই বিস্ফোরণ যদি বিকেলে হত তাহলেই বড় কোনও বিপদ হতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন, এখানকার এক রেশন ডিলার কৃষ্ণ বিশ্বাস তাকে বলেন ওদের এক স্থানীয় বাসিন্দা বাড়ি পরিষ্কার করছিল হঠাৎই বোমা বিস্ফোরণ হয়। শুনে তিনি পুলিশে খবর দেওয়ার কথা বলেন । পুলিশ এসেছে তদন্ত শুরু হয়েছে। অনেকদিন ধরেই ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে । বাচ্চারা খেলে ধুলো করে। উল্লেখ্য, সম্প্রতি চারটি বোমা উদ্ধার হয়েছিল কেষ্টপুর এলাকা থেকে। আর ২৪ ঘন্টা যেতে না যেতেই আবার এই দুর্ঘটনা ঘটলো শহর বর্ধমান দুই নম্বর ওয়ার্ডে বাহির সর্বমঙ্গলা এলাকায় ।