|
---|
নিজস্ব সংবাদদাতা : আন্তঃজেলা শিশু পাচারচক্রের অন্যতম পান্ডাকে হিন্দমোটর থেকে পাকড়াও করল পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করতে দক্ষিন দিনাজপুরের পাতিরাম থানা এবং চন্দননগর কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ যৌথ অভিযান চালায়। পুলিশ সুত্রে খবর, কয়েকদিন আগে বালুরঘাটে একটি সদ্যজাত শিশুকে বিক্রি করতে গিয়ে ধরা পরে এক ব্যাক্তি। সেই সময় তার সঙ্গে থাকা আরও তিন জন পালিয়ে যায়৷ গোটা ঘটনার তদন্তে নামে দক্ষিন দিনাজপুরের পুলিশ। তদন্তে নেমে বরানগর ও চারুমার্কেট থানা এলাকা থেকে আরও দুই জনকে গ্রেফতার করা হয়।তাদেরকে জিজ্ঞাসাবাদ করে উত্তরপাড়ার হিন্দমোটর এলাকার ভদ্রকালীর দ্বারিক জঙ্গল রোডের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ৷ সেখান থেকেই গ্রেফতার করো হয় এক মহিলাকে৷ ধৃতের নাম অনিতা ঝুনঝুনওয়ালা। বুধবার রাতে উত্তরপাড়া থানার পুলিশের সাহায্যে হিন্দমোটরে অভিযান চালায় দিনাজপুর পাতিরাম থানার পুলিশের একটি দল। ধৃতের বাড়ি থেকে একটি শিশু ও এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। বছর সাতান্নর অনিতা এলাকায় অনু ভাবি নামে পরিচিত। তার স্বামী নামেও কলকাতার বড়ো বাজার এলাকায় অসামাজিক কারবার চালানোর অভিযোগ রয়েছে বলে দাবি পুরিশের। হিন্দমোটর সত্য নারায়ণ পার্ক এলাকায় ঘাঁটি অনু ভাবির। এরপর ধিরে ধিরে তিনি হিন্দমোটর এলাকায় নিজের প্রভাব বিস্তার করতে থাকে। এলাকায় একটা টিম তৈরি করে ফেলে। অনু ভাবি হয়ে ওঠে অনু রাণী। এলাকায় কান পাতলে শোনা যায় বেশকিছু প্রভাবশালীর সঙ্গে ওঠা বসা থাকায় এলাকাবাসী মুখ খুলতে চাইত না। এর আগেও পুলিশের হাতে ধরা পরেছেন অনু৷ ছাড়াও পেয়ে গেছেন। তার বাড়িতে অনেক লোকের আনাগোনা ছিল। স্থানীয় বাসিন্দারা জানান,যৌণ ব্যবসা, শিশুপাচারের মত গুরুতর অভিযোগ ছিল অনু ঝুনঝুনওয়ালার বিরুদ্ধে। মহিলার গ্রেফতার প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, পুলিশ ও বিচার ব্যবস্থার উপর তাঁদের আস্থা আছে।হাওড়া ময়দান এলাকা থেকে উদ্ধার হয় শিশুটি৷ হাওড়ার অজয় কুমার শর্মা জানান, তিনি পাঁচ হাজার টাকা দিয়ে শিশুটিকে কিনে নেন৷ পুলিশ তাকে জানায়, শিশুটিকে চুরি করে তার কাছে বিক্রি করা হয়েছে। ধৃতদের সঙ্গে অজয় শর্মাকেও দিনাজপুরে নিয়ে যায় পাতিরাম থানার পুলিশ।