অন্যতম নজির স্থাপন করল মাগুরা গাজন কমিটির সদস্যরা

নিজস্ব সংবাদদাতা :বাঁকুড়ার জয়পুর ব্লকের মাগুরায় সম্পুর্ন ভাবে বাজি পোড়ানো নিষিদ্ধ করে মহাসমারোহে পালিত হলো গাজন উৎসব।

    মাগুরা এলাকায় জনবসতি কম বেশি ৫ হাজারের মতো এই আনন্দের দিন গুলিতে যেন বিষাদের সুর না দেখা দেয় তার‌ই লক্ষ্য নিয়ে গাজন কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেন এই বছর বাজি পোড়ানো সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকবে আর সেই মতোই গাজন উৎসব পালন করে দেখালো কমিটি ।

    বাজির পরিবর্তে সমাজ কল্যাণ মুলক বিভিন্ন প্রচার চালানোর ব্যবস্থা করেন তারা, কোথায় সেভ ড্রাইভ সেফ লাইফ , মোবাইল ফোনের অপকারিতা, প্রেমিক প্রেমিকা নিয়ে প্রচার চালাতে দেখা যায়।

    শীবের বেশে মানুষ কেউ দেখা যায়, কমিটির সম্পাদক মিন্টু সিংহ মহাপাত্র জানান এই বছর তারা ভক্তদের জন্য সমস্ত রকমের সু ব্যবস্থা রেখেছেন , গাজনের দিনগুলোতে মেলার আয়োজন করাও হয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে, আর মৃত্যুর ঘটনা যাতে না ঘটে তার জন্য বাজি পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে।

    এছাড়াও কমিটির সদস্য পটল ব্যানর্জী বলেন গাজন উৎসব যে বাজি পোড়ানো বিহীন করা যায় তা আমরা করে দেখিয়ে দিয়েছি , রাজ্যের বিভিন্ন স্থানে এই বাজির কারনে বহু মানুষের মৃত্যু ঘটেছে ও ঘটছে তাই সকলকেই সতর্ক হতে হবে তার পর সাথে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর ভাবে রাজ্যে বাজি নিষিদ্ধ করতে হবে তবেই সুস্থ সুন্দর পরিবেশ গড়ে উঠবে।

    এই বিষয়ে শিক্ষক সমিরন ব্যানার্জী বলেন এটি একটি ভালো উদ্যোগ নিয়েছে কমিটি তাদের জন্য আমি ধন্যবাদ জানাই।

    গাজন উৎসবে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায় , দর্শনার্থী সুমনা সিংহ মহাপাত্র জানান এই ধরনের সামাজিক সচেতনতা মুলক গাজন উৎসব এই প্রথম দেখলাম খুবই ভালো লেগেছে এলাম বন্ধু বান্ধবের সাথে দেখা ও আনন্দ উপভোগ করলাম ।

    কোন রকমের সমস্যা সৃষ্টি যেন না হয় সে বিষয়ে পুলিশের নজরদারি ছিল জোরদার এছাড়াও সিসি টিভি মারফত সমস্ত এলাকা নজরদারির ব্যবস্থা করা হয়।