নতুন গতি নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত রুশ নৌসেনার এক শীর্ষ কমান্ডার আন্দ্রেই পালিয়ে। জানা যায় তিনি রুশ নৌসেনার ‘ব্ল্যাক সি ফ্লিট’-এর ডেপুটি কমান্ডার ছিলেন।
এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা মস্কো না করলেও তাঁর মৃত্যুর কথা প্রকাশ্যে জানিয়েছেন সেভেস্তাপোল শহরের মেয়র মিখাইল রেজভোজায়েভ।