|
---|
মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া : নদীয়ার চাপড়ায় বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের ঘটনাটি ঘটেছে চাপড়া থানা অন্তর্গত গোয়াল ডাঙ্গা গ্রামে মৃত ব্যক্তির নাম গোলাম মন্ডল বয়স (৫৩)। পরিবার সূত্রে জানা যায় গোপাল মন্ডল মাঠে কৃষকের কাজ করছিল হঠাৎ বিকাল চারটে নাগাদ বজ্রপাত সহ ভারী বৃষ্টি হচ্ছিল সেই সময় ওই ব্যক্তি বজ্রপাতে আঘাত হয়। তার পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়।