|
---|
নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদ জেলাতে বড় ধরণের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ (Murshidabad News)। শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার, দৌলতাবাদ থানা এলাকা থেকে দুটি দেশি পাইপগান ও চার রাউন্ড থ্রি নট থ্রি গুলিসহ গ্রেফতার হল এক ব্যক্তি। দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসন জানিয়েছে, দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ ঘোষ বিশেষ অভিযান চালিয়ে, দৌলতাবাদের রুহা পালপাড়া এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশি শুরু করলে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি ৯.৫ ইঞ্চি দেশি পাইপগান ও চার রাউন্ড থ্রি নট থ্রি গুলি। ঘটনায় উক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম, আব্বাস মন্ডল। বাড়ি জলঙ্গি থানার টলটলি পাড়া গ্রামে। শনিবার ধৃতকে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। তবে এই আগ্নেয়াস্ত্র দৌলতাবাদ হয়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলেই অনুমান পুলিশের। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসে গত ৩রা মার্চ বহরমপুর থানার কদবেলতলা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয় ৭ টি সেভেন এম এম পিস্তল, ১৪ টি ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড গুলি (Murshidabad News)। গ্রেফতার করা হয় জলঙ্গীর দুই বাসিন্দাকে। মুর্শিদাবাদ জেলাতে এই আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে অনুমান পুলিশের। অন্যদিকে, জলঙ্গী থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। এর মধ্যে বিভিন্ন লিংক থাকতে পারে বলে অনুমান পুলিশের (Murshidabad News)। ডোমকল মহকুমা এলাকায় এই আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে অনুমান পুলিশের। গত দুই মাস ৪২ টি আগ্নেয়াস্ত্র, ১০৪টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত ২০২১ সালে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে ১৯৯ আগ্নেয়াস্ত্র ও ৩৭৭ টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে গোটা জেলা জুড়ে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমকল মহকুমা এলাকায় এই আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হচ্ছিল। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে এই আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।