তিন দিন নিখোঁজ থাকার পর গলা পচা দেহ উদ্ধার হল এক ব্যক্তির

নিজস্ব সংবাদদাতা: তিন দিন নিখোঁজ থাকার পর গলা পচা দেহ উদ্ধার হল গৌরাঙ্গ দেবনাথ নামে এক ব্যক্তির।

    জানা গিয়েছে, ৫৪ বছর বয়সী পেশায় ইরিকশা চালক গৌরাঙ্গ বাবু শিলিগুড়ির হায়দার পাড়া ওয়ান্ডার্স ক্লাব এলাকার বাসিন্দা। তিনি গত তিনদিন আগে অর্থাৎ ২৩ তারিখ সন্ধ্যে চারটে নাগাদ হঠাৎই নিখোঁজ হয়ে যান।তার পরিবার সূত্রে জানা গিয়েছে, আর্থিক লেনদেনে বচসার জেরেই বাবার এই পরিনিতি বলে মনে করছে তার দুই কন্যাসহ পুরো পরিবার। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও গৌরাঙ্গ বাবুকে খুঁজে না পাওয়ায় ভক্তিনগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। খোঁজ পেতে বিভিন্ন জায়গায় পুলিশ ও পরিবারের তরফে খোঁজ চালান।অবশেষে আজ তিন দিন ধরে নিখোঁজ থাকার পর সকাল সাড়ে দশটা নাগাদ ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর পুলিশ ফাঁড়ির ভোলানাথ পারায় ইরিকশা সহ তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এলাকার স্থানীয় বাসিন্দারা প্রায় হাটু জলে উল্টো হয়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেন আশিঘর পুলিশ ফাঁড়িতে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে আশিঘর পুলিশ ফাড়ির পুলিশ আধিকারিক সুদীপ দত্ত পৌঁছে যান। পুলিশের পক্ষ থেকে দেহ শনাক্তকরণের জন্যে গৌরাঙ্গ দেবনাথের পরিবারের লোককে খবর দেওয়া হয়। প্রায় দুদিন ধরে জলে পড়ে থাকায় দেহ ফুলে-ফেঁপে উঠেছিল বলেই মনে করছেন ভোলানাথ পাড়ার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।