|
---|
নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদে প্রচুরবোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পরও জেলা যেন এখনও আগ্নেয়াস্ত্র ও বোমার আঁতুর ঘর। মুর্শিদাবাদ জেলার ডোমকল (Domkal) আবারও বোমা নিয়ে খবরের শিরোনামে। সোমবার মধ্য রাতে ডোমকলে বোমা বাঁধার সময় ঘটল দুর্ঘটনা। জমির দখল নিয়ে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও একজন। আহত অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।পুলিশ জানিয়েছে মৃতের নাম সিরাজুল সেখ (২৭ বছর),আহত হয়েছেন নাজবুল সেখ।জানা গিয়েছে, সোমবার রাতে ডোমকল পৌরসভার (Domkal Municipality) তিন নম্বর ওয়ার্ডে বঘাড়পুর রমনা মণ্ডলপাড়া এলাকার মাঠের মধ্যে বাঁধা হচ্ছিল বোমা (Domkal Boma Blust)। সেই সময় বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় সিরাজুল সেখ নামের এক যুবকের। বোমা ফেটে আহত হয়েছেন আরও একজন জন। হাসপাতালে ভর্তি করা হয় আহতকে। আহত যুবক নাজবুল সেখের হাত বোমায় উড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
স্থানীয় বাসিন্দারা জানান, ডোমকল পৌর এলাকায় বঘাড়পুর রমানা গ্রামে পাটের জমিতে বসে বোমা বাঁধছিল কয়েকজন। আচমকাই সেখানে বিস্ফোরণে (Boma Blust) মৃত্যু হয় এক সিরাজুল সেখ (২৭) যুবকের। তাঁর সঙ্গী নাজবুল সেখের হাত উড়ে গিয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চলছে চিকিৎসা। সিরাজুলকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।সিরাজুল সেখের বাবা আশরাফ মণ্ডলের দাবি, স্থানীয় এক ব্যক্তির জমি দখল ঘিরে দল বেঁধেছিলেন গ্রামেরই কয়েকজন। দেওয়া হয়েছিল জমির টোপ। সেই ফাঁদেই পা দিয়েছিল ছেলে। শোনেনি নিষেধ। রাতে বোমা বিস্ফোরণ ঘটে। আমরা বাড়িতে ছিলাম, আমরা পরে জানতে পারি আমাদের ছেলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়। গ্রামের কিছু অসাধু ব্যাক্তি একরম, মাসুদ, হাসিবুল ও সিরাজুল এরা একটা গ্রুপ তৈরি করেছিল। জমিকে কেন্দ্র করে একটা গ্রুপ তৈরি করা হয়। আনন্দ সরকার নামে একজনের জমি দখলকে কেন্দ্র করেই এই বোমা বাঁধার কাজ করছিল একরকমের কথা শুনে। জমির লোভ দেখিয়ে এই ঘটনা ঘটল। আমরা বারণ করেছিলাম জমি নিয়ে এই বোমা বাঁধতে হবে না। আমার কথা শুনল না। সব শেষ হয়ে গেল বলে জানান মৃত সিরাজুল সেখের বাবা।এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে তারা। কেন বোমা বাঁধা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ কর্তারা। ঘটনাস্থল থেকে তিনটি বোমাও উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে মৃতের পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে. ।