|
---|
নিজস্ব প্রতিবেদক:-নিজেরই দোনলা বন্দুকের গুলি লেগে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) তারকেশ্বর (Tarakeshwar) থানার মোজপুর গ্রামে। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন, গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শান্তনু ঘোষ। বছর চল্লিশের ওই ব্যক্তি একটি বেসরকারি সিকিউরিটি কোম্পানির বন্দুকধারী গার্ড হিসেবে কাজ করতেন। কিন্তু করোনা পরিস্থিতিতে তাঁর কাজ চলে যায়। কাজ হারিয়ে মানসিক দিক থেকে মারাত্মক ভেঙে পড়েছিলেন ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন কাজ হারিয়ে অবসাদ গ্রাস করেছিল ওই ব্যক্তিকে। আর অবসাদের কারণেই নিজের দোনলা বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।