|
---|
নিজস্ব সংবাদদাতা : চাঞ্চল্যকর ঘটনা ঘটল একটি স্কুলে। পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল একের পর এক পড়ুয়া। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের অন্যান্য পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারগাতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। ঘটনায় অসুস্থ ছাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না শিক্ষকরা।স্কুল সূত্রে জানা গিয়েছে আজ থেকে ওই স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। সেই মতোই পরীক্ষা দিতে গিয়েছিল ছাত্রীরা। আর পরীক্ষা দিতে গিয়ে বিপত্তি একে একে বেশ কয়েক জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি বিদ্যালয়ের তরফে অসুস্থ ছাত্রীদের নিয়ে যাওয়া হয় স্থানীয় নলমুড়ি হাসপাতালে। সেখানে বেশ কিছুক্ষণ তাদের চিকিৎসা করার পর সুস্থ হয়ে গেলে পড়ুয়াদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়। স্কুলের তরফে জানানো হয়েছে, যে পড়ুয়ারা অসুস্থ রয়েছে তারা হোস্টেলে থাকে। সব মিলিয়ে দুটো হোস্টেলে ১৭০ জন ছাত্রী থাকে। বেশ কয়েকদিন ধরেই ওই হোস্টেলের ছাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়ছিল।স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিভাবকদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন মহিলা সংক্রান্ত সমস্যার কারণেই এরকম সমস্যা হচ্ছে। বেশ কয়েকজনের অ্যালার্জি হচ্ছে। চিকিৎসঙ্গের সঙ্গে কথা বলে হোস্টেলে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। পাশাপাশি পড়ুয়াদের মানসিক সমস্যা রয়েছে বলেও মনে করছে স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, পরীক্ষার কারণে মানসিকভাবে চিন্তা বেড়েছিল ছাত্রীদের। সেই কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। ছাত্রীদের অভিভাবকরাও জানিয়েছেন, ওই ছাত্রীরা মানসিকভাবে খুবই দুর্বল।