আরপিএফ এবং গেটম্যানের স্বচেষ্টায় প্রাণ বাঁচল এক রেলযাত্রীর

 

    নিজস্ব সংবাদদাতা:আরপিএফ এবং গেটম্যানের স্বচেষ্টায় প্রাণ বাঁচল এক রেলযাত্রীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন এলাকায়। ওই ব্যক্তির বাড়ি হরিয়ানায় বলে জানা গিয়েছে।

    ওই ব্যক্তি গোহাটি বার্মার এক্সপ্রেসের সফর করছিলেন। শৌচাগারে যাওয়ার সময় তার সঙ্গে থাকা ব্যাগ কোনভাবে ট্রেন থেকে পড়ে যাচ্ছিল। ব্যক্তিকে সামলাতে তিনি নিজেই একটি নদীতে পড়ে যান। ঘটনাটি এক আরপিএফ জাওয়ান দেখতে পান। তিনি চিৎকার করে 17 নম্বর রেলগেটে ডিউটি করা গার্ড ম্যানকে বিষয়টি জানান। আরপিএফ জওয়ানের চিৎকার শুনে 17 নম্বর রেলগেটে কর্তব্যরত গার্ড পুরো বিষয়টি আবার 16 নম্বর রেলগেটে কর্তব্যরত গার্ডকে জানান। এরপর 16 নম্বর রেলগেটে কর্তব্যরত গার্ড পুরো বিষয়টি স্টেশন মাস্টারকে জানান। স্টেশন মাস্টারের দ্রুত নির্দেশে একটি ছোট নদী থেকে ওই ব্যক্তিকে তার ব্যাক সমেত উদ্ধার করা হয়। আরপিএফ জাওয়ানদের উদ্ধারকার্যে সহায়তা করেন স্থানীয় বাসিন্দারা।

    ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আঘাতের কারণে ঠিকঠাক করে কথা বলতে পারছেন না তিনি। বরাতজোরে প্রাণে বেঁচেছেন ওই ব্যক্তি। আরপিএফ জওয়ান এবং গেটম্যান দের মিলিত প্রচেষ্টায় প্রাণে রক্ষা পায় ওই রেল যাত্রী।