অন্য ক্যানভাসের দুই বাংলার অনলাইন বাংলা কবিতা উৎসব,২০২১

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কাটেনি এখনো করোনার প্রকোপ। এখনো জনজীবন স্বাভাবিক নয়।মঞ্চে, খোলা ময়দানে স্তব্ধ শিল্প, সাহিত্য ও সংস্কৃতি। তাই বাধ্য হয়েই সংস্কৃতি জগত এখন বেছে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় মঞ্চকে। অন্য ক্যানভাস-এর সম্পাদক বিশ্ব বন্দ্যোপাধ্যায়ের কথায় “পিছিয়ে নেই আমরাও'”। গতবছরের মতো এবারেও অনুষ্ঠিত হচ্ছে দুই বাংলার অনলাইন বাংলা কবিতা উৎসব-২১। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে অন্য ক্যানভাস-এর সক্রিয় সদস্যা সদ্য প্রয়াত কবি ও বাচিকশিল্পী মিতালী ত্রিপাঠী স্মরণে। মঙ্গলবার এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দুই বাংলার জনপ্রিয় কবি শ্যামলকান্তি দাশ এবং কবি শাহীন রেজা। অনুষ্ঠানে অংশ নেন দুই বাংলার দুই অতিথি কবি অরুন কুমার চক্রবর্তী ও কবি মাহমুদ কামাল।সভাপতি কবি সিদ্ধার্থ সাঁতরার জানান, দুই বাংলার প্রায় দেড় শতাধিক কবি অংশগ্রহণ করবেন বিশ্ব বন্দ্যোপাধ্যায় সম্পাদিত অন্য ক্যানভাস-এর এই প্রায় মাসাধিককালের এই কবিতা উৎসবে।