|
---|
শিলিগুড়ি: ফের অনলাইন লোটোর দাপট শহর শিলিগুড়িতে । সেই ছবিউঠে আসল শুক্রবার ।
প্রশাসনের নাকের ডগায় , কিভাবে বুক ফুলিয়ে চালিয়ে যাচ্ছে এধরনের অবৈধ লোটো । প্রশ্নের উত্তরে স্থানীয় কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী বলেন , “গোটা রাজ্য জুড়েই অবৈধ কারবার চলছে । এই ধরনের কারবারিদের বিরুদ্ধে , প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নিক । বারবার নানান অসামাজিক কাজকর্ম তুলে ধরা হয়েছে প্রশাসনিক কর্তাদের কাছে। কোনও প্রতিক্রিয়া মেলেনি। এ বিষয়ে, আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
স্থানীয় ব্যক্তি রাজু জানান , “শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের লোটো চলছে। কেউই নজরদারি করেন না। এখানেই আপনাদের নজর এল ?” স্থানীয়রাও একাংশ চাইছে, এই ধরনের নেশার খেলা যেন অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়।এই ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবী করছেন।করোনা আবহে লকডাউনে কাজ হারিয়ে বসে আছেন অনেকেই,অনেকের কাজ ব্যাবসা কিছুই নেই,সেই সূযোগ নিয়ে সমাজের কিছু কিছু অসাধু মানুষ এই খেলা আরম্ভ করে দিয়েছে তাদের রোজগার বাড়িয়ে অন্যকে সর্বশান্ত করার জন্য।