গোটা বিশ্ব থেকে মাত্র ১০ জন বিজ্ঞানীর মধ্যে ভারতের পরেশ প্রজাপতিকে ডাক দিল INFN।

নতুন গতি নিউজ ডেস্ক। গুজরাতের সুরাত শহরে হিরে পালিশের কাজ করতেন মনোহর প্রজাপতি (৬২)। সেই রোজগারেই ছেলে পরেশকে লেখাপড়া শেখান তিনি। সেই পরেশ প্রজাপতিকে পরমাণু বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য আমন্ত্রণ পাঠাল নিউক্লিয়ার ফিজিক্স-এর নামজাদা প্রতিষ্ঠান ইতালির INFN।

    এম এস ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে পিএইচডি শেষ করেছেন ৩৪ বছরের পরেশ প্রজাপতি। পরীক্ষামূলক পদর্থবিদ্যা নিয়ে চর্চায় এক বছরের পোস্ট-ডকটরাল ফেলোশিপের জন্য আমন্ত্রণ পেয়েছেন পরেশ। গোটা বিশ্ব থেকে মাত্র ১০ জন বিজ্ঞানীকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। ভারত থেকে একমাত্র ডাক পেয়েছেন পরেশ প্রজাপতি।

    গুজরাতের প্রত্যন্ত হনসকোট তালুক গ্রামের বাসিন্দা পরেশ গ্রামে হাইস্কুল না থাকায় লেখাপড়ার জন্য পড়াশোনা করতে করতেই গ্রাম ছেড়ে সুরাত চলে আসেন। এই পোস্ট-ডকটরাল ফেলোশিপের জন্য বছরে ৩৬ লক্ষ টাকা বেতন পাবেন তিনি।