ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল সিএক্সও সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গ্রামোন্নয়ন দপ্তর, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও টিইটি অ্যান্ড এসডি আয়োজিত ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল সিএক্সও সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের মুখ্য সচিব বলেন, রাজ্যের চার জেলার তৈরী করা জেলা দক্ষতা উন্নয়ন পরিকল্পনাকে দেশের সেরা ২৫টি জেলা পরিকল্পনায় স্থান দিয়েছে কেন্দ্রীয় সরকার।তিনি বলেন, দপ্তরের পরিকল্পনা আছে এইরকম সমাবেশ প্রতি জেলায় আয়োজন করার।

    উৎকর্ষ বাংলায় ব্যবহার করা ই-গভর্ন্যান্সের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই রাষ্ট্রসঙ্ঘের ডব্লুএসআইএস পুরষ্কার জিতেছে। দক্ষতা উন্নয়ন দপ্তর ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর, অরণ্য, সুন্দরবন বিষয়ক, স্বনির্ভর গোষ্ঠী, মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ, পর্যটন, স্কুল শিক্ষা এবং অন্যান্য দপ্তরের সাহায্য নিচ্ছে দক্ষতা উন্নয়ন বৃদ্ধি করতে।

    পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বলেন, কিভাবে তাঁদের দপ্তর দক্ষতা উন্নয়নে কাজ করছে এবং প্রশিক্ষিত মানুষদের জীবনধারা পাল্টে দিচ্ছে। তিনি উদাহরণ দেন, সুন্দরবনের অনেক মহিলা যারা একসময় মাছ পরিষ্কার করে জীবিকা নির্বাহ করতেন, এখন তারাই কর্পোরেট রিটেলদের সরবরাহ করছেন। বাঁকুড়া, পুরুলিয়া এবং জঙ্গলমহলের অনেক মহিলাও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জীবনধারার উন্নতি করেছেন।