|
---|
নতুন গতি, খড়্গপুর : মাত্র ১৩ বছর বয়সে বাল্যবিবাহ হওয়া সত্ত্বেও, নিজের ইচ্ছেশক্তি এবং স্বামীর উৎসাহে নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যান এবং কীভাবে সাফল্যের শীর্ষে পৌঁছানো যায় তার দৃষ্টান্ত মেদিনীপুরের বিশিষ্ট সমাজসেবী ও লেখিকা রোশেনারা খান। খড়্গপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত,১৯৭৫ সালে তৈরী ক্ষুদিরাম ক্লাব নবরূপে সজ্জিত ভবনের দ্বারোদ্দ্ঘাটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তাঁর জীবনের চড়াই-উৎরাই এর কথা তুলে ধরেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ক্লাবের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী দেবাশিস চৌধুরীসহ ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্য-সদস্যা বৃন্দ। দ্বার-উৎঘাটনের পাশাপাশি এদিন ক্লাবের উদ্যোগে এলাকার বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষলগ্নে স্থানীয় শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।