|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বারমুডা ট্রাঙ্গেল মানে রহস্য অভিযান, প্রচুর জাহাজ এবং বিমান বারমুডা ট্রায়াঙ্গেল এ গিয়ে নিখোঁজ হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনলেই শিহরিত হয়ে ওঠে মন। এবার এক আন্তর্জাতিক সংস্থার ক্রুজ জানিয়েছে ইচ্ছুক অভিযাত্রীদের বারমুডা ট্রাঙ্গেলে ভ্রমণের সুযোগ করে দেবে তারা। জাহাজ যদি কোনো কারণে নিখোঁজ হয় সে ক্ষেত্রে পুরো টাকাটা ফেরত দেওয়া হবে। এছাড়া এই সংস্থা আশ্বস্ত করেছে যাত্রীদের নিরাপত্তা সব সময় সুনিশ্চিত থাকবে।
এক আলাদা ভ্রমণের স্বাদ পাবেন অভিযাত্রীরা। তাদের কথার পরিপ্রেক্ষিতে অনেকের প্রশ্ন করেছেন জাহাজ যদি হারিয়ে যায় সেক্ষেত্রে যাত্রীরাও তো হারিয়ে যাবেন, তাহলে টাকা ফেরত দেওয়ার বিষয়টা কিভাবে হবে, এই প্রশ্নের প্রসঙ্গে কুলুপ এঁটেছে ওই সংস্থা