অরাজনৈতিক সংগঠনে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা, বিক্ষোভ মিছিল চাঁচলে

উজির আলী, নতুন গতি, চাঁচলএনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় উত্তাল উঃ-পূঃ ভারত সহ বেশ কয়েকটি রাজ্য। চারিদিকে ক্রমশ ছড়াচ্ছে হিংসার বিদ্বেষ, ভাঙচুর হচ্ছে সরকারি সম্পত্তি। ঠিক তখনই এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করল চাঁচলের অরাজনৈতিক নাগরিকরা। শনিবার বিকেলে চাঁচল খেলেনপুর জাম মসজিদ হইতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। যা গোটা চাঁচল শহর বিক্ষোভের মাধ্যমে পরিক্রমা করে। পরে চাঁচল খেলেনপুরে এসে জমায়েত হয় আন্দোলনকারীরা। এই দিনের মিছিলে পা মেলান প্রায় পনেরো শো নাগরিক বলে দাবী একাংশের। তবে মিছিলে ছিল না কোনো রাজনৈতিক রঙ। জাতি ধর্ম-বর্ন নির্বিশেষে এদিনের বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।

    প্রসঙ্গত বুধবার রাজ্যসভায় পেশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিলের তীব্র বিরোধিতায় সরব হয়েছে বিভিন্ন উঃপূঃ ভারত সহ একাধিক রাজ্য । এই বিলের বিরোধিতা প্রতিবাদের ঝড় আছরে পড়েছে গোটা দেশজুড়ে। রেলপথ হোক বা সড়ক পথ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হচ্ছে সরকারি সম্পত্তি। বিক্ষোভের জেরে তৈরি হচ্ছে ধুন্ধুমার কাণ্ড ঠিক তখনই এই দুই বিলের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করল চাঁচল এর এন.আর.সি ও ক্যাব বিরোধী নাগরিকবৃন্দ।

    এই দিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে ও এই দুই বিলের প্রতিবাদে মুখে স্লোগান দিতে দিতে গোটা চাঁচল পরিক্রমা করেন।

    এ ব্যাপারে ওই মিছিলের আহ্বায়ক অমিতেশ পান্ডে, বাবু সরকারেরা জানান, কেন্দ্রীয় সরকারের কালাকানুন এনআরসি ও সি এ বি র এর বিরোধিতায় আজ চাঁচল এর সাধারন মানুষ এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। গোটা দেশ যখন উত্তপ্ত। তখন আমরা চাঁচলে শান্তিপূর্ণভাবে এই মিছিল করলাম। আগামী দিনে আমরা এই দুই বিলের বিরোধিতায় বৃহত্তর আন্দোলনে সামিল হবো বলে হুঙ্কার দিয়েছে তারা। তাদের দাবী এই নাগরিকত্ব বিল সংশোধনী পাশ হওয়ায় রীতি মতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিক্ষোভের মাধ্যম্যে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষন করছি আমরা বলে জানান তারা।