চতুর্থ পর্বের দুয়ারে সরকার ক্যাম্প শুরু বাসুল ডাঙ্গা অঞ্চলের ন -পাড়া জুনিয়ার বেসিক স্কুলে খুশি সাধারণ মানুষ

    বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে নির্দেশে রাজ্য জুড়ে শুরু হলো চতুর্থ পর্বের দুয়ারে সরকার।দুয়ারে দুয়ারে সরকার পুনরায় শুরু হওয়ার ফলে খুশি রাজ্যবাসী।বুধবার ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের অন্তর্গত বাসুল ডাঙ্গা পঞ্চায়েতে ন পাড়া জুনিয়ার বেসিক স্কুলে শুরু হলো চতুর্থ পর্বের দুয়ারে সরকার ক্যাম্প।ক্যাম্পের মধ্যে দেখতে পাওয়া গেলো মহিলা দের ভিড়।লক্ষীর ভান্ডারের জন্য পড়লো প্রচুর আবেদন।

    তাছাড়া ক্যাম্পে সরকারের প্রতি প্রকল্পের সুবিধার জন্য কাউন্টার করা হয়।ক্যাম্পে পরিদর্শনে উপস্থিত ছিলেন বাসুল ডাঙ্গা অঞ্চলের যুব সভাপতি মেহবুব হোসেন মোল্লা,পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা চৌধুরী,অঞ্চল প্রধান আল্পনা হালদার,অঞ্চলের সকল সদস্যা,সদস্য সহ অঞ্চলের আরও অন্যান্য নেতৃত্ব রা।অঞ্চল যুব সভাপতি মেহবুব হোসেন মোল্লা তিনি লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সাথে কথা বলেন ও তাদের কিছু অসুবিধা হচ্ছে কিনা তা ক্ষতিয়ে দেখেন।তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় ও ব্লক যুব সভাপতি গৌতম অধিকারীর নির্দেশে ক্যাম্পে এসে এই পরিদর্শন করা হয়। অঞ্চলের প্রতিটি পরিবার দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্পে এসে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন করেছেন এবং লাভও পাচ্ছেন। চতুর্থ পর্বের দুয়ারে সরকার ক্যাম্প এখানে শুরু হলো,এবং ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। চতুর্থ পর্বের জন্য আবারও দুয়ারে দুয়ারে সরকারে ক্যাম্প শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ।