পেট্রোল পাম্প ধর্মঘট! সমস্যায় সাধারণ মানুষ।

নতুন গতি নিউজ ডেস্ক: পেট্রোল পাম্প ধর্মঘট! সমস্যায় সাধারণ মানুষ।

    ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স এসোসিয়েশনের ডাকে একদিনের পেট্রোল পাম্প ধর্মঘট। মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সংগঠনের আওতাভুক্ত রাজ্যের প্রায় আড়াই হাজার পেট্রোল পাম্প। অগ্নিমূল্য পেট্রোল-ডিজেলে আম জনতার যেমন হাত পুড়ছে, তেমনই সমস্যায় পড়েছেন বাংলার শতাধিক ছোট তেলের পাম্প মালিক। আজ মঙ্গলবার রাজ্যের পাশাপাশি কান্দিতে সমস্ত পেট্রোল পাম্পে ধর্মঘটের চিত্র দেখা গেল।

    অনেক পাম্পই লোকসানের মুখে পড়ে বন্ধ হয়ে যেতে বসেছে! তাছাড়া পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় কেন্দ্রীয় নীতির চাপে বিগত বছর খানেক ধরেই ধুঁকছে বাংলার শতাধিক ছোট ও মাঝারি পেট্রোল পাম্প! কারণ, কেন্দ্র তেলের দাম বাড়ালেও পেট্রোল পাম্প মালিকদের কমিশন বিগত বছর চারেকে এক পয়সাও বাড়ায়নি।

    তাই লিটার প্রতি পেট্রোল-ডিজেলের কমিশন বৃদ্ধি-সহ মোট দু’দফা দাবিতে আজ মঙ্গলবার সারা রাজ্যের সমস্ত পাম্পে তেল কেনাবেচা বন্ধ রেখেছে পাম্প মালিকদের সংগঠন। যার ফলে হয়রানির স্বীকার সাধারণ মানুষ। অনেকেই তেলের অভাবে গাড়ি বন্ধ রাখতে হয়েছে, অথবা কাউকে গাড়ি রেখে বিকল্প সন্ধানে বাড়ি কিংবা অফিসে পৌছাতে হচ্ছে।
    এই সমস্যার কথা স্বীকার করে মালিক পক্ষ বলেন সঠিক মাপে তেল পেতে ফ্লো মিটারের দাবি জানিয়েছেন রাজ্যের পেট্রোল পাম্প মালিকরা। এছাড়া, বর্ষার সময় ইথানল মেশানো পেট্রোল কিনতে চাইছেন না তেল পাম্পের মালিকেরা। এ ক্ষেত্রে ইথানল বাদ দিয়ে তেল দেওয়ার দাবি তুলেছেন তাঁরা।