|
---|
বাইজিদ মণ্ডল, কলকাতা : পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বহু পরিযায়ী শ্রমিক, ফেরিওয়ালা ইদানিং দেখা যাচ্ছে নানান ধরণের হেনস্থা, এমনকি শারিরীক নিগ্রহের শিকার হচ্ছেন। এইরকম বেশকিছু ঘটনা সংবাদপত্র ও সামাজিক মাধ্যম গুলির মধ্য দিয়ে আমাদের নজরে এসেছে। ওখানকার একশ্রেণি মানুষের মধ্যে চরম সাম্প্রদায়িক ও প্রাদেশিকতার পরিচয় পাওয়া যাচ্ছে যা মোটেই কাম্য নয়। তারই প্রতিবাদে এইসব বিষয়ে সঠিক ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আজ কলকাতার উৎকল ভবনে গিয়ে ওখানে ওড়িশা রাজ্য সরকারের নিযুক্ত সেকশন অফিসারের সঙ্গে সাক্ষাৎ করলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার মাধ্যমে ওড়িশা র রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে একটি চিঠিও দিয়েছেন তিনি। ঐ চিঠিতে অবিলম্বে এইরকম অনভিপ্রেত ঘটনা আর দ্বিতীয় বার না ঘটে তার জন্য করা ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। এদিন সাক্ষাতে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানান ওড়িশার বহু শ্রমিক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে জীবিকা নির্বাহের তাগিদে রয়েছেন। তাদের নিরাপত্তা,শান্তিপূর্ণভাবে বসবাস, সব কিছু আমাদের রাজ্য দায়িত্ব পালন করছে। তেমনই ওড়িশা সরকারেরও উচিত সেখানকার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক তথা বাংলার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এছাড়াও পাশাপাশি আজই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন। আক্রান্তরা যাতে খুব দ্রুত এই বিষয়ে রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেজন্য একটি হোয়াটসঅ্যাপ সহ টেলিফোন নম্বর চালু করার আবেদন জানিয়ে ছেন তিনি। এছাড়া এই বিষয়গুলি যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেজন্য একটি নোডাল অফিসার নিয়োগেরও আবেদন চিঠিতে জানানো হয়েছে।