|
---|
রায়দিঘী:Md Nur… সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে শুরু হল বাৎসরিক ভলেন্টারি রক্তদান শিবির এবং চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘী বিধানসভার সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে রায়দিঘী থানার ব্যবস্থাপনায় বাৎসরিক অনুষ্ঠান রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির ও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা যাপন।
যেখানে প্রায় কয়েক শতাধিক রক্তদাতা বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করেন এবং কয়েক শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করেন।
রক্তদাতাদের মধ্যে সুন্দরবন পুলিশ জেলার বিশিষ্ট পুলিশ আধিকারিক ও রায়দিঘী থানার পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করতে এগিয়ে আসেন। পাশাপাশি রায়দিঘী থানার পুলিশের পক্ষ থেকে এই রক্তদান শিবিরে এইদিন শুভ আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন সুন্দরবন পুলিশ জেলার এসপি শ্রী কটেশ্বর রাও নালাভাত মহাশয়।
পাশাপাশি রায়দিঘী থানার পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্বর্ধনা জানানো হয়, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার এসপি সাহেব, মন্দির বাজার ডিএসপি সাহেব,উপস্থিত ছিলেন রায়দিঘী থানার ভারপ্রাপ্ত অফিসার অমিও কুমার ঘোষ মহাশয়,পাশাপাশি উপস্থিত মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও সাহেব নাজির হোসেন মহাশয়।
উপস্থিত ছিলেন সুন্দরবন জেলার তৃণমূল যুব সভাপতি বাপি হালদার মহাশয়, উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লকের ব্লক যুব সভাপতি উদয় হালদার মহাশয়, উপস্থিত ছিলেন রায়দিঘী থানার বহু পুলিশ কর্তারা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রক্তদান শিবিরে রক্ত দিতে আসা রক্তদাতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুন্দরবন পুলিশ জেলার এসপি শ্রী কটেশ্বর রাও নালাভাত মহাশয়।এই অনুষ্ঠানে সুন্দরবন পুলিশ জেলার এসপি শ্রী কটেশ্বর রাও নালাভাত মহাশয় বলেন, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রক্ষার জন্য রায়দিঘী থানার পুলিশের পক্ষ থেকে সব সময় চেষ্টা করা হয় এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আরো বলেন, আমাদের একটি রক্তদান শিবির করে ভুলে গেলে হবে না, আগামী দিনের সাধারণ মানুষের সঙ্গে থাকার জন্য আরও এরকম উদ্যোগ নিতে হবে। থ্যালাসেমিয়া রোগীদের রক্তের সংকট মেটাতে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে।
রায়দিঘী থেকে Md Nur…