|
---|
নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর : শিক্ষক সমিতির সংগঠন কে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অনিমেষ দে। এই উদ্দেশ্যে তিনি জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত চষে বেড়াচ্ছেন। নারায়ণগড় ব্লকের অন্তর্গত চারটি চক্রকে নিয়ে এই দিন সাংগঠনিক সভা করলেন তিনি। এই চারটি চক্রে হেমচন্দ্র কানুনগো , বেলদা , নারায়নগড়, ও নারায়নগড়পূর্ব চক্রের চক্র সভাপতি, কনভেনর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকায় জেলা সভাপতি অনিমেষ দে বলেন, সকল শিক্ষক শিক্ষিকাদের রাজনৈতিকভাবে সজাগ থাকতে হবে। আগামী পঞ্চায়েত নির্বাচন আমাদের কাছে লিটমাস টেস্ট । এই টেস্টে উত্তীর্ণ হলেই 2024 লোকসভা নির্বাচন আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। সেই লক্ষ্যেই আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই দিল্লির মসনদে জন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা দেখতে পাবো। এছাড়াও শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে শিক্ষকদের জড়িয়ে সাধারণ মানুষের পাশে থাকার ও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা সাধারণ মানুষকে বোঝানোর আহ্বান করেন শিক্ষক নেতা অনিমেষ দে।
এদিন উপস্থিত ছিলেন বেলদা চক্রের সভাপতি দেবাশীষ পণ্ডিত, নারায়ণগড় চক্রের সভাপতি মুকুল ভুঁইয়া , নারায়ণগড় পূর্ব চক্রের সভাপতি নবীন ধাউরিয়া,হেমচন্দ্র কানুনগো চক্রের সভাপতি গৌতম পণ্ডিত সহ অঞ্চল নেতৃত্ব ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।