নারায়ণগড়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সভা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চারটি চক্রকে নিয়ে এই দিন সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো।

    এই চারটি চক্রে হেমচন্দ্র কানুনগো , বেলদা , নারায়নগড়, ও নারায়নগড়পূর্ব চক্রের চক্র সভাপতি, কনভেনর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকায় জেলা সভাপতি অনিমেষ দে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষা ‌ও শিক্ষক-দের স্বার্থে শিক্ষক নিয়োগ, মাস পয়লায় বেতন, উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের বাড়ির কাছে বদলি, সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের নিজের জেলায় বদলি এবং উৎসশ্রী’র মতো ঐতিহাসিক এক স্বচ্ছ ও ডিজিটাল বদলি ব্যবস্থা চালু করেছেন, তাতে শিক্ষক-শিক্ষিকারা আপ্লুত। শিক্ষার স্বার্থে আমরাও তাঁর আদর্শ ও পথ নির্দেশিকা মেনে কাজ করব।

    ফাইল চিত্র

    উল্লেখ্য, বেলদা চক্রের বীরবরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনিমেষ দে গত সেপ্টেম্বর মাসে সংগঠনের জেলা সভাপতি হওয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন
    “শিক্ষা ও শিক্ষক স্বার্থে সংগঠনের হয়ে কাজ করব”। সেই থেকেই তিনি রাতদিন পরিশ্রম করে সংগঠনের শ্রী বৃদ্ধি করেছেন।