| |
|---|
নিজস্ব সংবাদদাতা :শাহরুখ খান অভিনীত পাঠান আউটস্ট্যান্ডিং, ছয় দিনে ব্যবসা করে ফেলল প্রায় ৬০০ কোটি টাকা। সব হিসেব টপকে বক্স অফিস সুপার ডুপার হিট পাঠান। পাঠান ফিল্মের প্রযোজক সংস্থা জানিয়েছে গোটা বিশ্বে এখনো পর্যন্ত পাঠান প্রায় ৫৯১ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে। ৬ নম্বর তিনে ভারতে ব্যবসা করেছে ৩২ কোটি টাকা, বাইরে ব্যবসা করেছে প্রায় ১৬ কোটি টাকা।


