প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিক পাশ বাপী ফকিরের পাশে আলো ট্রাস্ট

 সংবাদদাতা, মগরাহাট: একশো শতাংশ প্রতিবন্ধকতা ও চরম দারিদ্র্যতা উপেক্ষা করে এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশ করে সবার নজর কেড়েছেন
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাটের বাপি ফকির। শুক্রবার এই বাপী ফকিরের পাশে দাঁড়িয়ে তাঁকে উৎসাহিত করে আবারও মানবিকতার পরিচয় দিল কলকাতা কেন্দ্রীক সমাজসেবী প্রতিষ্ঠান ‘আলো ট্রাস্ট’। বাপি ফকিরের বাড়ি দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাট ২ নং ব্লকে।

    আলো ট্রাস্টের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং আগামীদিনে বাপীর উচ্চ- শিক্ষা লাভের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। আলো ট্রাস্টের পক্ষ থেকে প্রতিনিধি দলে ছিলেন
    জেলা সভাপতি সরফরাজ আহমেদ, সমাজসেবী দীপাঞ্জন বিশ্বাস, লেখক মিজান ফকির প্রমুখ। ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা বাপী ফকিরকে অভিনন্দন জানানোর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংগঠকদের ধন্যবাদ জানিয়েছেন।