|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূম জেলার রাজনগর গড়দরজায় ড্রামাটিক ক্লাবের উদ্যোগ ও আয়োজনে ১০ জুন সারা রাত ব্যাপী মিনি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। বড়বাজার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মিনি ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে স্থানীয় জনমানসে তথা ক্রীড়া প্রেমিদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।ক্রীড়াঙ্গনে আগত অতিথিদের ক্লাবের পক্ষে কন্যাশ্রী মৌমিতা কর্মকার, জ্যোতি কর্মকার, ইন্দ্রাণী গরাঁই, সবিতা চৌধুরীরা পুষ্পস্তবক ও চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেওয়া হয়। ফিতা কেটে খেলার শুভসূচনা করেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি পার্থ কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী মহম্মদ শরীফ, ড্রামাটিক ক্লাবের সভাপতি বাসুদেব গরাঁই, সম্পাদক সজল গরাঁই সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। খেলায় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক মহম্মদ সফিউল আলম।চুড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ী দল হিসেবে রাজনগরের – সেম এজ এবং বিজিত দল- হিসেবে বোলপুরের চিন্তাকর দলকে ঘোষণা করা হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার স্বরূপ নগদ সাত হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে দ্বিতীয় পুরস্কার স্বরূপ নগদ পাঁচ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।