|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : রতুয়া ২ নং ব্লকের মহারাজনগর স্পোটিং ক্লাব অ্যান্ড লাইব্রেরীর পরিচালনায় এক বিরাট সারারাত্রি ব্যাপী আট দলের ভলিবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয় আট দলীয় ভলিবল প্রতিযোগিতাটি খেলা প্রেমিকের হাততালিতে জমে ওঠে আর এই ভলিবল প্রতিযোগিতা দেখতে খেলা প্রেমিক সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়া। চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ দিনাজপুর বাবুল রায় মার্কেট ক্লাব ফাইনালে সেরা মার্কেট ক্লাবের আশিস সাহা। চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এবং রানার্স টিম পেছে টফিসহ ৭হাজার টাকা। ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কো অর্ডিনেটর আব্দুর রহিম বক্সি,জেলা পরিষদের পূর্ব কর্মদক্ষ শামসুল হক। সহ আরো অনেকেই