|
---|
মালদা: সোমবার রাতে কালী মন্দিরের চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হবিবপুর ব্লকের লালচাদপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের লালচাদপুর এলাকায় একটি গ্যারেজে মধ্যে কালীর মন্দির রয়েছে। সাত সকালে ঐ গ্যারেজ মালিক গ্যারেজ খুলতে দেখতে পান মাকালীর মন্দির পিতলের মূর্তিসহ তিন ভরি সোনা ও ঐ গ্যারেজে বেশ কিছু যন্ত্রপাতি চুরি করে দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে গ্যারেজ এর মালিক গ্যারেজ খুলতে চক্ষু চড়ক।
সেই খবর ছরিয়ে পরতে জানতে পেরে ভীড় জমায় স্থানীয় বাসিন্দারা। গ্যারেজের মালিক জানিয়েছেন ওই দোকানের জানলার সিট কেটে মন্দিরে থাকা মা কালীর পিতলের মূর্তির সহ তিন ভরি সোনা, দুই ভরি চাঁদি ও গ্যারেজে কিছু মূল্যবান যন্ত্রপাতি চুরি করে পালায় দুষ্কৃতীরা। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা।খবর দেওয়া হলে হবিবপুর থানায় খবর পেয়ে ঘটনা স্থলে আসে হবিবপুর থানার পুলিশ পূরো ঘটনা দেখে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছরিয়ে পরেছে।