|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : বর্তমান দেশে করোনা পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজনে অক্সিজেনের যোগার একটা মহা সমস্যা হয়ে দাড়িয়েছে। এমন পরিস্থিতিতে সহায়তার হাত নিয়ে এগিয়ে আসছেন একাধিক বেসরকারি উদ্যোগ, মঙ্গলবার এমনি একটি উদ্যোগের সাক্ষী থাকলো, ধুলিয়ানের J.D.J. ইনস্টিটিউট। এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সপ্না দিসা নামে একটি NGO এর যৌথ উদ্যোগের ফসল অক্সিজেন পার্লারের উদ্বোধন করলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।