কলকাতা হাই কোর্টে কংগ্রেসপন্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়লেন পি চিদম্বরম! “চিদম্বরম তৃণমূলের সঙ্গে আঁতাঁত করেছেন” জানান আইনজীবী কৌস্তভ বাগচি

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কলকাতা হাই কোর্টে কংগ্রেসপন্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। দেওয়া হয় গো-ব্যাক স্লোগান।

    জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে দুর্নীতির অভিযোগ তুলে দায়ের করা একটি জনস্বার্থ মামলার বিরুদ্ধে হাইকোর্টে সওয়াল করতে যান তিনি। শুনানি শেষে ফিরে যাওয়ার সময় কংগ্রেসপন্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি।

    কংগ্রেস পন্থী আইনজীবীদের নেতা কৌস্তভ বাগচির বক্তব্য “তৃণমূল সরকারের হয়ে মামলা লড়ে রাজ্যের হাজার হাজার কংগ্রেস কর্মীকে আঘাত দিয়েছেন চিদম্বরম। রাজ্যের কংগ্রেস নেতাদের নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। চিদম্বরম তৃণমূলের সঙ্গে আঁতাঁত করেছেন। টাকা নিয়ে তৃণমূলের দালালি করছেন তিনি। এ বিষয়ে অধীর রঞ্জন চৌধুরীকে জানানো হয়েছে। চিদম্বরমের এই ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন।”